Navigation

Sunday, December 22, 2013

Tiny Flowers

ছোট্ট ফুলেরা

ছোট ছোট ফুল-কথা, নিতান্তই সহজ সরল- কবির কথাকে একটু অন্যভাবে বললাম।
বাগানে ঘাসের ভিতর লুকিয়ে থাকে , কত বিষ্ময় কত রঙ। প্রকৃতির এই ছোট্ট ক্ষুদ্র প্রাণেও যত্নের কেমন ছোঁয়া, দেখলে সত্যিই অবাক হতে হয়। আমরা এদের খেয়ালই করিনা কত সময় ! তাও সেখানে মাধুর্যের অভাব তো নেইই , হয়ত একটু বেশিই আছে। এদের নাম জানিনা, কৌলিন্য নেই, এরা আপনিই খুশি আপনাতে।



নাম জানিনা। মনে হয় Portulaca গোত্রের।







নামঃ- Blue Daze, Brazilian dwarf morning-glory, Hawaiian Blue Eyes
বৈজ্ঞানিক নামঃ- Evolvulus glomeratus 'Blue Daze'    Family: Convolvulaceae (morning glory family)
আলো-ছায়াঃ-ছায়ার গাছ।
জলের পরিমাণঃ- জল রোজ দিতে হবে, কিন্তু অতিরিক্ত নয়।
ফুল ফোটার সময়ঃ- গরম থেকে বর্ষা।
ফুলের রং:- হালকা নীল।
চারা তৈরিঃ- নরম ডাল থেকে।
আরও কিছুঃ- এটা রশ্মি এনে দিয়েছিল।









Oxalis. 
 Bleeding Heart এর টবে হয়েছে।










Bog Plant. 
নাম জানিনা। অল্প জলের গাছ। আমার মেঝলাতে আছে।













কেশুতি পাতার ফুল।









নামঃ- Swamp Dayflower
বৈজ্ঞানিক নামঃ- Commelina paludosa     Family: Commelinaceae (Dayflower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- এটা একেবারে জংলি গাছ। যাকে বলে weed. নিজের ইচ্ছাতেই হয়।
ফুল ফোটার সময়ঃ- গরম থেকে বর্ষা।
ফুলের প্রকৃতিঃ- হালকা নীল রঙ।
চারা তৈরিঃ- দানা থেকে।
বীজ সংগ্রহঃ- জানিনা।
আরও কিছুঃ- এটা নিজের খুশিতেই বাড়ির বাগানে, বা আশেপাশে হয়ে থাকে। যত্ন করে বসিয়ে ছিলাম কিন্তু হয়নি। ও নিজের আনন্দেই তাই থাক।




                                                                                 


Wednesday, November 27, 2013

বাগান ঘিরে আছে যারা....

এই Post টা  Amar  Bagan Sonarpur , এর  আমার Blog এও করেছিলাম। এখানেও দিলাম। কারন এই বিষয়টা খুব পছন্দের আমার। 

বাগানে আজ বেজি (Mongoose) পরিবারকে আবার  দেখলাম। শুধু একজনেরই ছবি তুলতে পেরেছি। খুব ভাল লাগে ওদের খেলাধুলা দেখতে। 





 কাল মাছরাঙা (Kingfisher) আর দোয়েল (Magpie Robin of Bengal) পাখির ছবি তুলেছি।  আমার এই ছোট্ট বাগানকে ঘিরে প্রকৃতির  এত রকম প্রাণের স্পন্দন, শব্দের এত ছবি , এত সুর--  বড় আপনার আমার। 
   
দোয়েল পাখি
 মাছরাঙা পাখি











শব্দের রামধনু.........



Sunday, November 24, 2013

আজ বাগানে নতুন গোলাপ ফুটেছে

আজ বাগানে নতুন গোলাপ ফুটেছে। ভাল লাগছে খুব। সকালে ভোরের শিশিরের সাথে গোলাপের এই সুবাসটা যেন মিশে ছিল, বড় মিষ্টি আবেশ।
গোলাপের আরও ছবি....  


ভাইয়ের সাথে আইভি আর আমি গিয়ে শিখরপুর থেকে গোলাপ এনেছিলাম।