Navigation

Sunday, December 22, 2013

Tiny Flowers

ছোট্ট ফুলেরা

ছোট ছোট ফুল-কথা, নিতান্তই সহজ সরল- কবির কথাকে একটু অন্যভাবে বললাম।
বাগানে ঘাসের ভিতর লুকিয়ে থাকে , কত বিষ্ময় কত রঙ। প্রকৃতির এই ছোট্ট ক্ষুদ্র প্রাণেও যত্নের কেমন ছোঁয়া, দেখলে সত্যিই অবাক হতে হয়। আমরা এদের খেয়ালই করিনা কত সময় ! তাও সেখানে মাধুর্যের অভাব তো নেইই , হয়ত একটু বেশিই আছে। এদের নাম জানিনা, কৌলিন্য নেই, এরা আপনিই খুশি আপনাতে।



নাম জানিনা। মনে হয় Portulaca গোত্রের।







নামঃ- Blue Daze, Brazilian dwarf morning-glory, Hawaiian Blue Eyes
বৈজ্ঞানিক নামঃ- Evolvulus glomeratus 'Blue Daze'    Family: Convolvulaceae (morning glory family)
আলো-ছায়াঃ-ছায়ার গাছ।
জলের পরিমাণঃ- জল রোজ দিতে হবে, কিন্তু অতিরিক্ত নয়।
ফুল ফোটার সময়ঃ- গরম থেকে বর্ষা।
ফুলের রং:- হালকা নীল।
চারা তৈরিঃ- নরম ডাল থেকে।
আরও কিছুঃ- এটা রশ্মি এনে দিয়েছিল।









Oxalis. 
 Bleeding Heart এর টবে হয়েছে।










Bog Plant. 
নাম জানিনা। অল্প জলের গাছ। আমার মেঝলাতে আছে।













কেশুতি পাতার ফুল।









নামঃ- Swamp Dayflower
বৈজ্ঞানিক নামঃ- Commelina paludosa     Family: Commelinaceae (Dayflower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- এটা একেবারে জংলি গাছ। যাকে বলে weed. নিজের ইচ্ছাতেই হয়।
ফুল ফোটার সময়ঃ- গরম থেকে বর্ষা।
ফুলের প্রকৃতিঃ- হালকা নীল রঙ।
চারা তৈরিঃ- দানা থেকে।
বীজ সংগ্রহঃ- জানিনা।
আরও কিছুঃ- এটা নিজের খুশিতেই বাড়ির বাগানে, বা আশেপাশে হয়ে থাকে। যত্ন করে বসিয়ে ছিলাম কিন্তু হয়নি। ও নিজের আনন্দেই তাই থাক।